বৈশ্বিক বাজারে কয়েক মাসের সর্বোচ্চে ভুট্টার দাম

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-২৯ ১৪:১৫:৪০


বৈশ্বিক বাজারে অব্যাহতভাবে বাড়ছে ভুট্টার দাম।মঙ্গলবার শিকাগো বোর্ড ট্রেডে (সিবিওটি) পণ্যটির দাম বেড়ে কয়েক মাসের সর্বোচ্চে পৌঁছেছে। একই সঙ্গে বেড়েছে সয়াবিনের দামও। খবর বিজনেস রেকর্ডার।

এ বিষয়ে বিশ্লেষকরা জানান, বৈশ্বিক ভুট্টা উৎপাদনে দক্ষিণ আমেরিকার বড় হিস্যা রয়েছে। বিশেষ করে এ অঞ্চলের দেশ আর্জেন্টিনা ও ব্রাজিল সর্বাধিক ভুট্টা উৎপাদন করে। কিন্তু ভয়াবহ শুষ্ক আবহাওয়া উৎপাদনে বিপর্যয়ের বার্তা দিচ্ছে। এটি বৈশ্বিক সরবরাহে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এমন উদ্বেগের কারণেই পণ্যটির দাম বাড়ছে। তথ্য বলছে, সর্বশেষ কার্যদিবসে সিবিওটিতে ভুট্টার দাম দশমিক ১ শতাংশ বেড়েছে। প্রতি বুশেলের দাম স্থির হয়েছে ৬ ডলার ১৫ সেন্ট।

এদিকে আগামী দশকে ভুট্টার বৈশ্বিক ব্যবহার ২৫ শতাংশ বাড়ার পূর্বাভাস মিলেছে। সম্প্রতি রাবোব্যাংক এক প্রতিবেদনে এ পূর্বাভাস দিয়েছে। ভুট্টা বাণিজ্যের ক্ষেত্রে আরো শক্তিশালী প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে নেদারল্যান্ডসভিত্তিক আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানটি।

সানবিডি/এনজে