২০২১ সালে প্রথম বারের মত ৭ হাজারের মাইল ফলক স্পর্শ করে দেশের প্রধান পুঁজিবাজার। ৫ই সেপ্টেম্বর রবিবার সপ্তাহের প্রথম কার্যদিবস শেষ হয় ৭ হাজার ৫২ পয়েন্ট নিয়ে। ২০১৩ সালের ২৭শে জানুয়ারি ডিএসইএক্স সূচক চালুর পর এটিই ছিল সর্বোচ্চ সূচকের রেকর্ড। উত্থান পতনের মধ্য দিয়ে মে মাসের শেষ সপ্তাহ থেকেই বাড়তে থাকে সূচক। লেনদেন ও সূচকের ইতিবাচক ধারায় ডিএসই'র বাজার মূলধনও চলতি বছরেই ছাড়িয়ে যায় রেকর্ড ৫ লাখ ৪৪ হাজার ৩২৬ কোটি টাকা।
চলতি বছরেই বিলুপ্ত করা হয় ওভার দি কাউন্টার বা ওটিসি মার্কেট। স্বাধীনতার সূর্বণজয়ন্তী ও মুজিববর্ষে ডিএসই'র ৫৪টি নতুন ট্রেক হস্তান্তর হয়। ৬টি কোম্পানি নিয়ে সূচনা হয় স্মল ক্যাপিটাল প্ল্যাটফর্মে লেনদেন।
করোনা পরবর্তী সময়ে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ বিশ্ব দরবারে তুলে ধরতে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড এবং যুক্তরাজ্যে বিএসইসি'র রোড শো'ও ছিল আলোচনায়। করোনার বছরেও শিল্প উদ্যোক্তারা বিদায়ী বছরে আইপিওর মাধ্যমে ১ হাজার ২শ' ৮৩ কোটি ৩৬ লাখ টাকা মূলধন সংগ্রহ করে।
২০২১ সালেই আইপিওতে আসা ১৩টি কোম্পানি ২ হাজার ৫শ' ৮৬ কোটি ৯ লাখ টাকা পরিশোধিত মূলধন নিয়ে ডিএসইতে তালিকাভুক্ত হয়।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস