নেপালের সাবেক প্রধানমন্ত্রী সুশীল কৈরালা আর নেই
আপডেট: ২০১৬-০২-০৯ ১১:২১:২৪

নেপালের সাবেক প্রধানমন্ত্রী সুশীল কৈরালা মারা গেছেন। মঙ্গলবার সকালে নিজ বাসভবনে তার মৃত্যু হয়। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।
মৃত্যুকালে সুশীল কৈরালার বয়স হয়েছিল ৭৮। তিনি নিউমোনিয়াসহ নানা রোগে ভুগছিলেন। এছাড়া ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর যুক্তরাষ্ট্রে চিকিৎসা করিয়েছেন সুশীল কৈরালা।
শেষ শ্রদ্ধা জানানোর জন্য সুশীল কৈরালার মরদেহ কাঠমান্ডুর সানিপার দলীয় কার্যালয়ে নেয়া হবে বলে জানিয়েছেন তার দল নেপালি কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রকাশ মান সিং।
নেপালি কংগ্রেসের প্রেসিডেন্ট সুশীল কৈরালা ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
ভারতের ব্যানারাসে জন্মগ্রহণ করা সুশীল কৈরালা ১৯৫৪ সালে রাজনীতিতে সম্পৃক্ত হন। ১৯৬০ সাল থেকে ১৬ বছর ভারতে নির্বাসিত ছিলেন তিনি। সেখানে বিমান ছিনতাই মামলায় ১৯৭৩ সালে তিন বছর জেলও খেটেছেন সাবেক এই প্রধানমন্ত্রী।
নির্বাসিত থাকার সময় কৈরালা পার্টির প্রকাশনা ‘তরুণ’-এর সম্পাদক ছিলেন। ১৯৭৯ সালে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য হন তিনি।
১৯৯৬ সালে পার্টির সাধারণ সম্পাদক ও ১৯৯৮ সালে সহ-সভাপতি হন সুশীল কৈরালা। ২০০৮ সালে কংগ্রেসের ভারপ্রাপ্ত সভাপতি হন তিনি। ২০১০ সালের ২২ সেপ্টেম্বর নেপালি কংগ্রেসের ১২তম বার্ষিক সম্মেলনে দলটির প্রেসিডেন্ট নির্বাচিত করা হয় তাকে।
কৈরালার নেতৃত্বে ২০১৩ সালে নেপালের আইনসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আবির্ভূত হয় নেপালি কংগ্রেস। পরে কংগ্রেসের সংসদীয় দলের প্রধান নির্বাচিত হন তিনি।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













