শমরিতা হাসপাতাল লিমিটেডের ৩য় বিশেষ সাধারণ সভা ও ৩৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ ডিসেম্বর) কোম্পানীর চেয়ারম্যান অধ্যাপক রিয়াজ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ডিজিটাল প্ল্যাাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়।
বিশেষ সাধারণ সভায় কোম্পানীর অনুমোদিত মূলধন ২০কোটি টাকা থেকে ৫০কোটি টাকায় উন্নীত করার বিশেষ সিদ্ধান্ত অনুমোদন করা হয়।
বার্ষিক সাধারণ সভায় ৩০শে জুন ২০২১ইং অর্থবছরের আর্থিক বিবরণী, পরিচালক ও নিরীক্ষকদের প্রতিবেদন, ১০% নগদ লভ্যাংশ, পরিচালক নির্বাচন এবং ২০২১-২০২২ অর্থ বছরের জন্য নিরীক্ষক নিয়োগ অনুমোদন করা হয়।
কোম্পানীর ভাইস চেয়ারম্যান জনাব মজিবুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ডাঃ এ. বি. এম. হারুন, পরিচালনা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ ও কোম্পানী সচিবসহ উল্লেখযোগ্য শেয়ারহোল্ডার সভায় অংশগ্রহণ করেন।
এএ