রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র শান্তিনগরে এনসিসি ব্যাংক লিঃ এর ১২৫ তম শাখা আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। বুধবার (২৯ ডিসেম্বর) ব্যাংকের চেয়ারম্যান মোঃ আবুল বাশার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির কার্যক্রমের উদ্বোধন করেন। ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অন্যান্যের মধ্যে ব্যাংকের এসইভিপি ও হেড অব অপারেশন্স সৈয়দ তোফায়েল আলী, এসইভিপি ও হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট মোঃ রাফাত উল্লা খান, এসইভিপি ও হেড অব আইসিসি মোঃ আশেক রহমান, এসইভিপি ও কোম্পানী সচিব মোঃ মনিরুল আলম, এসইভিপি ও গুলশান শাখার ব্যবস্থাপক মোঃ জাকির আনাম, ইভিপি ও মার্কেটিং এবং শাখা বিভাগের প্রধান আবদুল্লাহ্ আল-কাফী মজুমদার এবং এসভিপি ও হেড অব হিউম্যান রিসোর্সেস সৈয়দ হাসনাইন মামুন সহ অন্যান্য শাখার ঊর্ধ্বতন ব্যবস্থাপকবৃন্দ এবং স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান মোঃ আবুল বাশার বলেন, এনসিসি ব্যাংক দ্রুততম সময়ে সর্বোত্তম এবং প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানের জন্য গ্রাহকদের নিকট অঙ্গীকারাবদ্ধ। এরই ধারাবাহিকতায় এনসিসি ব্যাংক লিঃ ঢাকা শহরে ব্যবসায়িক গুরুত্ব বিবেচনা করে গ্রাহক সেবা সম্প্রসারণের লক্ষ্যে শান্তিনগরে আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে নতুন শাখা চালু করেছে।
তিনি বলেন, বর্তমানে এনসিসি ব্যাংক লিঃ নবীণ ও তরুণ প্রজন্মের গ্রাহক এবং নারী উদ্যোক্তাদের বিকাশে কাজ করে যাচ্ছে। ডিজিটাল ব্যাংকিং সেবা এবং র্স্টাটআপ ব্যবসার মতো উদ্ভাবনী সেবা গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দিয়ে সকলের বিশ্বস্ততা অর্জন করতে পেরেছে। ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে, তিনি এলাকার ব্যবসায়ী ও পেশাজীবী মানুষদের এই শাখা হতে ব্যাংকিং সুবিধা গ্রহণের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, বিশ্বায়নের এই যুগে আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে উন্নততর গ্রাহক সেবা প্রদানে এনসিসি ব্যাংক অগ্রাধিকার দিয়ে আসছে। ভারী শিল্প, গার্মেন্টস, বিদ্যুৎ ও অবকাঠমো নির্মাণ থেকে শুরু করে অর্থনীতির প্রতিটি খাতে এনসিসি ব্যাংক লিঃ এর অবদান রয়েছে। দেশের অর্থনৈতিক সমৃদ্ধির প্রতিটি ধাপে এনসিসি ব্যাংক লিঃ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শক্তিশালী কর্পোরেট গর্ভরনেন্স, সুশাসন, নৈতিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে এনসিসি ব্যাংক লিঃ ইতিমধ্যে দেশের শীর্ষস্থানীয় কমপ্লায়েন্ট ব্যাংকে পরিণত হয়েছে। এসএমই, কর্পোরেট, রেমিট্যান্স ও আমদানী-রপ্তানী বাণিজ্যসহ সকল শ্রেণীর ব্যবসায়ী এবং পেশাজীবীগণ এ শাখার মাধ্যমে সেবা নিতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
এএ