সিরাজগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত শতাধিক আহত হয়েছেন। তাৎক্ষনিক আহতদের পরিচয় পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরের দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার কলেজ রোডে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে সমাবেশের আহ্বান করে জেলা বিএনপি। সমাবেশে আসার পথে কলেজ রোড এলাকায় মিছিলে বাধা দিলে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
এ হামলার ঘটনায় পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন তীব্র নিন্দা জানিয়ে ফেসবুকে একটি পোষ্ট করেন, তিনি বলেন (৩০ ডিসেম্বর) দুপুর থেকে বিএনপি সমাবেশের নামে আবারো সন্ত্রাসের রাজত্ব করেছে। সিরাজগঞ্জ শহরের কলেজ রোডে আওয়ামীলীগের অসংখ্য নেতা কর্মীদের উপর নৃসংশভাবে হামলা করেছে।আমাদের অসংখ্য নেতা কর্মীরা আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে।বিএনপি আবারো প্রমান করেছে তারা সন্ত্রাসী,হামলাকারী,লুটেরা দের দল।এই হামলার প্রতিবাদ জানাই,নৃসংশ এ হামলার নিন্দা জানাই।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সানবিডি/ এন/আই