ব্রাহ্মণবাড়িয়ার কসবা এবং সালদা রেলওয়ে স্টেশনের নির্মাণকাজ ফের বন্ধ করে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)। তবে সালদা নদীর ওপর নির্মাণাধীন রেলওয়ে সেতুর নির্মাণকাজে কোনও বাধা নেই বলে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে।
২৭ ডিসেম্বর বিকাল থেকে দ্বিতীয়বারের মতো দুই রেলওয়ে স্টেশনের নির্মাণকাজ করে দেওয়া হয়। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিষয়টি জানিয়েছেন রেলওয়ে স্টেশন নির্মাণকারী প্রতিষ্ঠান তমা কস্ট্রাকশন লিমিটেডের সেতু বিভাগের সহকারী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম।
রফিকুল ইসলাম বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তের দেড়শ’ গজের ভেতর পড়েছে— এমনটা দাবি করে আমাদের কাজ বন্ধ রাখতে বলেছে বিএসএফ।
এ বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, ভারত-বাংলাদেশ সীমান্তের কাছাকাছি হওয়ায় কসবা রেলওয়ে স্টেশন, সালদা নদীর ওপর নির্মাণাধীন রেলওয়ে সেতু এবং সালদা রেলওয়ে স্টেশনের নির্মাণকাজ এক বছর আগে বন্ধ করে দিয়েছিল বিএসএফ।
কারণ হিসেবে তমা কস্ট্রাকশন লিমিটেডের কর্মকর্তাদের বিএসএফ জানায়, ভারত-বাংলাদেশ সীমান্তের দেড়শ’ গজের ভেতরে পড়েছে কসবা ও সালদা রেলওয়ে স্টেশন এবং রেলওয়ে সেতু। তিনটি স্থাপনা নির্মাণে দু’দেশের দায়িত্বশীলদের আলোচনার প্রয়োজন রয়েছে। তাই পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কাজগুলো বন্ধ রাখতে হবে। এরপর দু’দেশের সরকারের উচ্চ পর্যায়ের দায়িত্বশীলদের আলোচনা হয়।
চলতি বছরের ২৫ ডিসেম্বর স্থাপনাগুলোর নির্মাণকাজ আবারও চালুর কথা জানায় বিএসএফ। ২৬ ডিসেম্বর থেকে আবারও নির্মাণকাজ শুরু হয়। কিন্তু ২৭ ডিসেম্বর বিকালে কসবা এবং সালদা রেলওয়ে স্টেশনের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেয় বিএসএফ।
এবার সেতুর কাজ চালু রেখে দুটি রেলওয়ে স্টেশনের নির্মাণকাজ বন্ধের বিষয়ে তমা কস্ট্রাকশনকে বিএসএফ জানায়, দুটি রেলওয়ে স্টেশনের নির্মাণকাজ চালুর বিষয়ে উচ্চপর্যায় থেকে এখনও কোনও নির্দেশনা আসেনি। এ জন্য কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। তবে রেলওয়ে সেতুর নির্মাণকাজে বাধা নেই। এ অবস্থায় আবারও থমকে গেল দুই রেলওয়ে স্টেশনের নির্মাণকাজ।
তমা কস্ট্রাকশন লিমিটেডের সাইড ইঞ্জিনিয়ার (সিভিল) সোহেল রানা বলেন, ‘বিএসএফের বাধায় এক বছর ধরে কসবা রেলওয়ে স্টেশন, সালদা রেলওয়ে সেতু এবং সালদা রেলওয়ে স্টেশনের কাজ বন্ধ রয়েছে। কাজ বন্ধ রাখার বিষয়ে বিএসএফ আমাদের জানায়, নোম্যান্স ল্যান্ডের দেড়শ’ গজের ভেতরে পড়েছে স্থাপনাগুলো। আন্তর্জাতিক আইনি জটিলতার কথা বলে বিএসএফ কাজগুলো বন্ধ করে দেয়। ২৫ ডিসেম্বর আবারও কাজ শুরুর অনুমতি দেয় বিএসএফ।’
নাম প্রকাশ না করার শর্তে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ৬০ বিজিবির এক কর্মকর্তা জানান, বিএসএফ আবারও কাজ বন্ধ করে দিয়েছে এই তথ্য সঠিক। তবে এ ব্যাপারে আমরা কোনও মন্তব্য করতে চাচ্ছি না। দু’দেশের বিষয় হওয়ায় এ নিয়ে পরে বিস্তারিত জানাবে বিজিবি।
সানবিডি/এনজে