মহামারি করোনা চলা সত্ত্বেও ভিয়েতনামের বৈদেশিক বাণিজ্য রেকর্ড পরিমাণ বেড়েছে।জানা গেছে,দেশটিতে চলতি বছর দেশটির বাণিজ্য ২২ দশমিক ছয় শতাংশ বেড়ে প্রায় ছয়শ ৬৯ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ভিএনএক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
দেশটির রপ্তানি ১৯ শতাংশ বেড়ে প্রায় তিনশ ৩৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তবে রপ্তানি আয়ে অভ্যন্তরীণ কোম্পানিগুলোর অবদান মাত্র ২৬ দশমিক চার শতাংশ। ৩৫ ধরনের পণ্য থেকে রপ্তানি হয়েছে একশ কোটি ডলারের বেশি।
একই সময়ে ভিয়েতনামের আমদানি ২৬ দশমিক পাঁচ শতাংশ বেড়ে তিনশ ৩২ বিলিয়নে দাঁড়িয়েছে। এতে দেশীয় কোম্পানিগুলোর অবদান রয়েছে ৩৪ শতাংশ। দেশটি সবচেয়ে বেশি আমদানি করে চীন থেকে।
সানবিডি/এনজে