বিশ্ব বাজারে কমলো স্বর্ণের দাম
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২১-১২-৩১ ১৭:২৭:৫৩

নতুন বছর শুরুর আগে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে প্রতি ১০ গ্রামে বাংলাদেশি মুদ্রার হিসেবে প্রায় সাড়ে ১০ হাজার টাকা কমেছে। গত ছয় বছরে এই প্রথম এক ধাক্কায় এতটা দাম কমলো।
দাম কমার কারণে উৎসবের এই মৌসুমে স্বর্ণ কেনার ভাল সময় বলেও মনে করছেন বাজার বিশেষজ্ঞদের একাংশ। স্বর্ণের পাশাপাশি আন্তর্জাতিক এবং দেশের বাজারে রূপার দামও পড়ে যায়।
করোনাভাইরাসের নতুন ধরণ ওমিক্রনের ফলে বিশ্বজুড়ে উদ্বেগ এবং শেয়ার বাজারের পতনের প্রভাব সোনা-রূপার বাজারে পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। পাশাপাশি আমেরিকায় ফেডারেল ব্যাংকের সাম্প্রতিক কিছু পদক্ষেপকেও এর কারণ বলে মনে করা হচ্ছে।
সে দেশেও বৃহস্পতিবার সোনা-রূপার দাম কমেছে অনেকটাই। প্রসঙ্গত, নভেম্বরের শুরুতে সোনার দামে দু’দফায় পতন ঘটেছিল।
সূত্র: এনডিটিভি







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













