পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সায়হাম টেক্সটাইলের পরিচালক শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। সৈয়দ সাফকাত আহমেদ নামের এক পরিচালক ১০ লাখ ৩০ হাজার ৮৬০ শেয়ার হস্তান্তর করবেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, তার কাছে কোম্পানির মোট ৮১ লাখ ৬৭ হাজার ৫৩০টি শেয়ার রয়েছে। এর মধ্য থেকে উপরে উল্লেখিত শেয়ার তিনি তার স্ত্রী নাতাশা রাফিয়া আহমেদকে হস্তান্তর করবেন।
এই পরিচালক আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের অনুমোদন সাপেক্ষে এই শেয়ার হস্তান্তর করতে পারবেন। এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত কোম্পানিটি সর্বশেষ লেনদেন করে ১৪ টাকা ৪০ পয়সা দরে।
সানবিডি/ঢাকা/আহো