তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সদস্যদের সঙ্গে গোলাগুলিতে পাকিস্তানের চার সেনা নিহত হয়েছেন। শুক্রবার দেশটির সেনাবাহিনী এসব তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরার।
এ বিষয়ে পাকিস্তানের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, উত্তর ওয়াজিরিস্তানের মির আলি শহরে সন্দেহজনক জঙ্গি আস্তানাগুলোতে অভিযান চালাচ্ছিল নিরাপত্তা বাহিনী। তখন দুপক্ষের মধ্যে তুমুল গোলাগুলি হয়। আর তাতে প্রাণ হারান চার সেনা।
এই বিবৃতিতে আরও বলা হয়, অস্ত্র ও গোলাবারুদসহ এক ‘সন্ত্রাসী’কে গ্রেপ্তার করা হয়েছে।
টিটিপির দাবি, তাদের সংগঠনকে লক্ষ্য করেই অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এক বিবৃতিতে তারা দাবি করেছে, বুধবার রাতে সেনাবাহিনীর ওপর পাল্টা হামলা চালিয়েছে তারা। এতে সাত সেনাসদস্য নিহত হন। তবে টিটিপির পক্ষে কোনো প্রাণহানি হয়নি।
সানবিডি/এনজে