নোয়াখালী সদর উপজেলায় এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. দাউদ (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১ জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। গ্রেফতার মো. দাউদ চরমটুয়া ইউনিয়নের পশ্চিম মহতাপুর গ্রামের মো. রহমত উল্লাহর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ওই গৃহবধূর বর্তমান স্বামী ঢাকায় চাকরি করায় তিনি গ্রামের বাড়িতে একা থাকেন। এ সুযোগে বৃহস্পতিবার রাতে দাউদসহ আরও তিনজন কৌশলে ওই নারীর ঘরে ঢুকে তাকে পালাক্রমে ধর্ষণ করেন। এ ঘটনার পর ওই নারী প্রথমে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে ঘটনাটি জানান। পরে চেয়ারম্যানের পরামর্শে তিনি শুক্রবার (৩১ ডিসেম্বর) রাতে চারজনের নামে থানায় ধর্ষণের মামলা করেন।
মামলা তদন্তে দায়িত্বপ্রাপ্ত থানার পরিদর্শক (তদন্ত) মো. জাকির হোসেন বলেন, ওই নারীর মামলার পরপরই এজাহারভুক্ত আসামি দাউদকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠিয়েছেন।
জাকির হোসেন আরও বলেন, মামলার অন্য তিন আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে। অন্যদিকে নির্যাতনের শিকার ওই নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার দুপুরে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সানবিডি/ এন/আই