আফগান সাধারণ জনগণের জীবনমান দিনের পর দিন খারাপের দিকে যাচ্ছে। অসুস্থ বাচ্চারা তাদের মায়েদের সঙ্গে হাসপাতালে আসছে। বিনামূল্যে খাবার বিতরণকারী প্রতিষ্ঠানগুলোতে মানুষের ভীড় বাড়ছে।
এ ব্যাপারে আল আরাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, অধিকাংশ আফগান এখন রুটি খেয়েই জীবন পার করছে। কিন্তু এটিও পাওয়া দুষ্কর হয়ে গেছে। নারীরাও লাইনে দাঁড়াচ্ছেন। বাচ্চারা দিনের আলো ফোটার আগেই ভীড় জমাচ্ছে বেকারিগুলোর সামনে।
জাতিসংঘ সতর্ক করেছে, অল্প সময়ের মধ্যেই ৯৭ ভাগ আফগান দারিদ্রসীমার নিচে চলে যেতে পারে। অন্যদিকে বিশ্বস্বাস্থ্য সংস্থা জানিয়েছে, কয়েক লাখ আফগান শিশু পুষ্টিহীনতার ঝুঁকিতে আছে।
গত বছরের ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে। এরপর ভঙ্গুর আফগান অর্থনীতি এখন পুরোপুরি ভেঙে যাওয়ার দ্বারপ্রান্তে আছে। হাসপাতালের চিকিৎসা সেবা চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত অর্থ এখন বর্তমান শাসক তালেবানের হাতে নেই। আফগানিস্তানের অর্থনীতি টিকে ছিল মূলত আন্তর্জাতিক সাহায্যের মাধ্যমে। সেটি বন্ধ হয়ে যাওয়ায় এখন তাদের অবস্থা খারাপ হয়ে গেছে।
আফগানিস্তানের বাজেটের ৮০ ভাগই আসে বাইরের দেশ থেকে। কিন্তু সেই টাকা আসার বিষয়টি এখন পুরোপুরি বন্ধ আছে। যার প্রভাব পরেছে হাসপাতাল, স্কুল, কলকারখানা ও সরকারি দপ্তরগুলোতেও।
জাতিসংঘ আশঙ্কা প্রকাশ করে জানিয়েছে, এমন চলতে থাকলে আফগানিস্তান অর্থনৈতিকভাবে পুরোপুরিভাবে ভেঙে পড়বে।
সানবিডি/এনজে