চলতি বছরের প্রথম মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমেছে। পয়েন্ট টু পয়েন্টের ভিত্তিতে জানুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ০৭ শতাংশে, যা ডিসেম্বর মাসে ৬ দশমিক ১০ শতাংশ ছিল।
জানুয়ারিতে খাদ্যপণ্যের সার্বিক মূল্যস্ফীতি কমে ৪ দশমিক ৩৩ শতাংশে অবস্থান করছে, যা ডিসেম্বরে ৫ দশমিক ৪৮ শতাংশ ছিল। তবে আলোচ্য মাসে খাদ্য বহির্ভূত পণ্যের সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৭৪ শতাংশ, যা আগের মাসে ৭ দশমিক ০৫ শতাংশে ছিল।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রতিবেদন বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে৷
জানুয়ারিতে খাদ্যপণ্যের সার্বিক মূল্যস্ফীতি কমে ৪ দশমিক ৩৩ শতাংশে অবস্থান করছে, যা ডিসেম্বরে ৫ দশমিক ৪৮ শতাংশ ছিল। তবে আলোচ্য মাসে খাদ্য বহির্ভূত পণ্যের সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৭৪ শতাংশ, যা আগের মাসে ৭ দশমিক ০৫ শতাংশে ছিল।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বিবিএসের মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সচিব কানিজ ফাতেমা।
পরিকল্পনামন্ত্রী বলেন, চাল, ডাল, শাক-সবজি এবং মসলা জাতীয় দ্রব্যের দাম বাড়েনি। তাই ডিসেম্বেরর তুলনায় জানুয়ারিতে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। এটি আরও কমতো। কিন্তু জানুয়ারি মাসে বাড়িভাড়া ও শিশুদের স্কুলের বেতন কিছুটা বেড়েছে। এর প্রভাব পড়েছে মূল্যস্ফীতিতে। তবে আগামী মাসে মূল্যস্ফীতি আরও কমবে বলে আশা করছি।
চাল, ডাল, শাক-সবজি এবং মসলা জাতীয় দ্রব্যের দাম বাড়েনি। তাই ডিসেম্বেরর তুলনায় জানুয়ারিতে মূল্যস্ফীতি কিছুটা কমেছে।
বিবিএসের তথ্য অনুযায়ী, জানুয়ারিতে গ্রামে সার্বিক মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্টভিত্তিতে কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ২৯ শতাংশে, যা ডিসেম্বরে ৫ দশমিক ৫৮ শতাংশ ছিল।
গ্রামে জানুয়ারি মাসে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে ৩ দশমিক ৬৩ শতাংশে অবস্থান করছে, যা তার আগের মাসে ছিল ৪ দশমিক ৭৬ শতাংশ। এছাড়া আলোচ্য সময়ে খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৭ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৭ দশমিক ১০ শতাংশ।
জানুয়ারি মাসে শহরে সার্বিক মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৫৩ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৭ দশমিক ০৭ শতাংশ। জানুয়ারিতে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৯৬ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৭ দশমিক ১৪ শতাংশ।
এছাড়া জানুয়ারিতে খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাড়িয়েছে ৯ দশমিক ২৫ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৬ দশমিক ৯৮ শতাংশ।
সানবিডি/ঢাকা/এসএস