বিগত ছয় মাসের নিরাপত্তা রিপোর্ট প্রকাশ করেছে হোয়াটসঅ্যাপ। যেখানে বিভিন্ন সমস্যার কারণে ১৭ লাখ ৫৯ হাজার অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়ার কথা বলা হয়েছে। কী কারণে এসব অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে তা তুলে ধরা হয়েছে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে।
প্রতিবেদনে বলা হয়েছে, শুধুমাত্র গত বছরের নভেম্বর মাসে এসব অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়। এর কারণ হিসেবে বলা হয়েছে, এসব অ্যাকাউন্টধারীরা বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে বেড়াত। যাকে ‘অ্যাবইউজ ডিটেকশন অ্যাপ্রোজ’ নামে উল্লেখ করা হয়েছে।
অ্যাবইউজ ডিটেকশন অ্যাপ্রোজ বা অপব্যবহার শনাক্তকরণ পদ্ধতি কীভাবে নির্ধারণ করা হয়। এজন্য তিনটি কারণ উল্লেখ করা হয়েছে। বলা হচ্ছে-রেজিস্ট্রেশন, ম্যাসেজিং এর সময় এবং খারাপভাবে ফিডব্যাক দেওয়া। এই ১৭ লাখ ৫৯ হাজার অ্যাকাউন্ট থেকে এ ধরনের সমস্যা চিহ্নিত করা গেছে। যার ফলে এসব অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে।
এএ