বিদায়ী ২০২১ বছরে বাংলাদেশ টি-টোয়েন্টিতে ভালো না করলেও আলো ছড়িয়েছে ওয়ানডে ফ্যারম্যাটে। ১২ ম্যাচের মধ্যে আটটিতেই জয় দেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এতে ক্রিকেটারদের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। যার ফলস্বরূপ ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে দলে ঠাঁই পেয়েছে তিন জন। তারা হলেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মোস্তাফিজুর রহমান।
আজ রোববার (২ জানুয়ারি) বর্ষসেরা ওয়ানডে দল প্রকাশ করেছে ইএসপিএনক্রিকইনফো। এতে বাংলাদেশের ছাড়াও আয়ারল্যান্ডের তিনজন, পাকিস্তান ও শ্রীলঙ্কার দুই জন ও দক্ষিণ আফ্রিকার একজন স্থান পেয়েছে। এই দলের এই দলের অধিনায়াক হিসাবে আছেন পাকিস্তানের বাবর আজম।
ইএসপিএন ক্রিকইনফো বর্ষসেরা ওয়ানডে দল:
পল স্টার্লিং, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), রাসি ভন ডার ডুসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, সিমি সিং, জশ লিটল, দুশমন্থ চামিরা ও মুস্তাফিজুর রহমান।
সানবিডি/এনজে