সোমবার অমর একুশে গ্রন্থমেলার ৮তম দিনে মেলায় নতুন বই এসেছে ৭৫টি এবং ৬টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
বিষয়ভিত্তিক বই:
গল্প-২টি, উপন্যাস-১৯টি, প্রবন্ধ-৫টি, কবিতা-১৫টি, গবেষণা-২টি, ছড়া-০টি, শিশুতোষ-৭টি, জীবনী-৩টি, রচনাবলী০০টি, মুক্তিযুদ্ধ-১টি, নাটক-০টি, বিজ্ঞান-২টি, ভ্রমণ-২টি, ইতিহাস-৩টি, রাজনীতি-০টি, চিকিৎসা-০টি, কম্পিউটার-০টি, রম্য/ধাঁধা-২টি, ধর্মীয়-০টি, অনুবাদ-০টি, অভিধান-০টি, সায়েন্স ফিকশন-০টি এবং অন্যান্য-১২টি।
উল্লেখযোগ্য কিছু বই:
মরজুর রহমান শান্তর উপন্যাস 'প্রেম কহো কারে' প্রকাশ করেছে শিরীন পাবলিকেশন্স, হোসানী হোসেনর উপন্যাস 'বিদায় ছুটিপুর' প্রকাশ করেছে অনন্যা প্রকাশনী, সৈয়দা আরজুমান্দ এসকেন্দারের উপন্যাস 'ক্যান্সারের সাথে যুদ্ধ' প্রকাশ করেছে নন্দিতা প্রকাশনী, মোহাম্মাদ হারুন অর রশীদের আত্মজীবনী প্রকাশ করেছে নন্দিতা প্রকাশনী। সব বইয়ের লিস্ট ও দাম দেখতে ক্লিক করুন।
অনুষ্ঠানমালা:
মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা ২০১৬-এর প্রথম সপ্তাহ অতিবাহিত হয়েছে। চলমান গ্রন্থমেলা বিষয়ে সোমবার বিকেল ৪: ৩০টায় বাংলা একাডেমির সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান গ্রন্থমেলার বিভিন্ন দিক নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন একাডেমির সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন এবং একাডেমির পরিচালকবৃন্দ।
আজকের অনুষ্ঠান:
আজ মঙ্গলবার বিকেল ৪টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে বাংলাদেশের প্রকাশনা কার্যক্রম : অতীত থেকে বর্তমান শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন আহমাদ মাযহার। আলোচনায় অংশগ্রহণ করবেন শিল্পী রফিকুন নবী, কবি তারিক সুজাত, লেখক রেজানুর রহমান এবং পশ্চিমবঙ্গের লেখক-গবেষক ইমানুল হক। সভাপতিত্ব করবেন শিল্পী হাশেম খান।
সংগীত সন্ধা:
সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
সানবিডি/ঢাকা/এসএস