চিলি বর্তমানে বিশ্বের শীর্ষ তামা উৎপাদক দেশ।কিন্তু নানা প্রতিবন্ধকতার কারণে বিদায়ী বছরের নভেম্বরে দেশটিতে তামা উৎপাদন কমেছে। এমনকি জানুয়ারি-নভেম্বর পর্যন্ত ১১ মাসেও উৎপাদন ছিল নিম্নমুখী। সম্প্রতি দেশটির সরকারি এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর মাইনিং ডটকম।
এ বিষয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্যাটিস্টিকস জানায়, ২০২১ সালে নভেম্বরে চিলি ৪ লাখ ৮৫ হাজার ৭১৬ টন তামা উৎপাদন করে। আগের বছরের একই সময়ের তুলনায় উৎপাদন ১ দশমিক ৬ শতাংশ কমেছে। অন্যদিকে বছরের শুরু থেকে নভেম্বর পর্যন্ত উৎপাদন ২ শতাংশ কমে ৫১ লাখ ৮০ হাজার টনে নেমেছে।
এদিকে তামা উৎপাদন কমলেও শিল্পপণ্য উৎপাদন বেড়েছে ৫ শতাংশ। প্রতিবেদনে আরো বলা হয়, নভেম্বরে চিলির বেকারত্ব আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে ৩ দশমিক ৩ শতাংশ।
সানবিডি/এনজে