আশ্রয়ণ প্রকল্পের আওতায় নতুন করে আরও আড়াই লাখ গৃহহীন পরিবারের জন্য ঘর নির্মাণ করতে যাচ্ছে সরকার। এবার প্রতিটি ঘর নির্মাণ বাবদ আগের চেয়ে বরাদ্দ বাড়ছে। প্রতিটি ঘর নির্মাণের ব্যয় বিদ্যমান দুই লাখ টাকা থেকে বাড়িয়ে দুই লাখ ৪০ হাজার করা হয়েছে। এ জন্য নতুন করে ব্যয় ধরা হয়েছে ছয় হাজার ৩১৬ কোটি ৭১ লাখ টাকা। নতুন লক্ষ্যমাত্রা অনুযায়ী সব মিলিয়ে আশ্রয়ণ-২ প্রকল্পের সংশোধনী ব্যয় ধরা হয়েছে ১১ হাজার ১৪২ কোটি ৮৭ লাখ টাকা।
আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেকে এ সংক্রান্ত প্রকল্প পাস হয়েছে। এই প্রকল্পসহ একনেক ১১ হাজার ২১১ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ১০ হাজার ৭১৩ কোটি ২৫ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৪৯৮ কোটি ১৯ লাখ টাকা।
প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এতে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী।
সানবিডি/এনজে