বনানীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

প্রকাশ: ২০১৫-১০-০৫ ২০:৩৭:১৮


mirto_85831_0রাজধানীর বনানী থানার সৈনিক ক্লাব ও কাকলীর মধ্যবর্তী রেললাইন ধরে হেঁটে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মো. লিটন মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বিকালের দিকে এ ঘটনা ঘটে।

লিটন মিয়া সোমবার বিদেশ গমন সংক্রান্ত কাজে টাঙ্গাইল থেকে ঢাকায় আসেন। পুলিশ লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করবে। নিহত লিটন টাঙ্গাইল জেলার সদর থানার দেওলিয়া গ্রামের তারা মিয়ার ছেলে।

ঢাকা রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সিরাজুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সানবিডি/ঢাকা/রাআ