‘উন্নত দেশেও বিদেশী নাগরিক হত্যার ঘটনা ঘটে’

প্রকাশ: ২০১৫-১০-০৫ ২২:১১:৩৪


obaydul_kaderসড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিদেশীদের নিরাপত্তায় সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে। সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, উন্নত দেশেও বিদেশী নাগরিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

তিনি বলেন, বাংলাদেশে কারা ইতালীয় ও জাপানি নাগরিককে হত্যা করেছে তা নিয়ে তদন্ত চলছে। জড়িতদের অবশ্যই খুঁজে বের করা হবে। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে বিষয়ে সরকার সতর্ক আছে।

এ সময় সেতুমন্ত্রী জানান, রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার দৈর্ঘ্যের মেট্রোরেল প্রকল্প হচ্ছে। মেট্রোরেলে ১৬টি স্টেশন থাকবে। এ প্রকল্পের আওতায় ঘণ্টায় ৬০ হাজার যাত্রী পরিবহন করা সম্ভব হবে।

তিনি আরও জানান, মেট্রোরেলের গতি হবে ঘণ্টায় গড়ে ৩২ কিলোমিটার। এই প্রকল্পে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জাপান, কোরিয়া ও ভারতের ৫৫ জন বিশেষজ্ঞ কাজ করছে।

ওবায়দুল কাদের বলেন, ‘মেট্রোরেল সরকারের অগ্রাধিকার প্রকল্প। আমরা চাই- এই প্রকল্পে যেসব বিদেশী কাজ করছেন, সবাই নিরাপদ বোধ করুক। নিরাপদ বোধ না করলে তারা কাজ করবে কীভাবে?’

তিনি বলেন, সরকার বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে দেখছে। বিদেশীরা বাসায়, কর্মস্থলে কিংবা যে কোনো জায়গায় যাওয়ার পথে চাইলেই নিরাপত্তা পাবে। তিনি বলেন, রোববার পদ্মাসেতু প্রকল্প এলাকায় গিয়ে সেখানে চীন ও কোরিয়ার প্রকৌশলী ও পরামর্শকদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছে, নিরাপত্তা নিয়ে তাদের কোনো উদ্বেগ নেই।