হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি ছাড়া সব কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মাওলানা সাজিদুর রহমান।
মঙ্গলবার (৪ জানুয়ারী) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি তিনি এ তথ্য জানান।
বিবৃতিতে তিনি বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি অরাজনৈতিক, ইসলাহী দ্বীনি সংগঠন। হেফাজতের কেন্দ্রীয় কমিটি বাদে হেফাজতের আর কোনো কমিটি নেই। সকল কমিটি বিলুপ্ত করা হয়েছে।
তিনি আরো বলেন, জাতীয় এবং স্থানীয় কোনো নির্বাচনে কোনো দল বা ব্যক্তির পক্ষে বা বিপক্ষে হেফাজতের কোনো সমর্থন নেই। এমন কি নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে কারো পক্ষে বা বিপক্ষে হেফাজতে ইসলাম বাংলাদেশের কোনো সমর্থন নেই। কেউ যদি কারো পক্ষে বা বিপক্ষে নির্বাচনি প্রচারণায় অংশগ্রহন করে কিংবা সমর্থন করে তাহলে তা তার একান্ত ব্যক্তিগত বিষয়। এর সাথে হেফাজতের কোনো যোগসূত্র নেই। হেফাজতে ইসলাম বাংলাদেশ কোথাও আল্লাহ, রাসূল, কুরআন সুন্নাহ তথা ইসলাম বিরোধী কোনো কাজ ঘটলে সেই ব্যাপারে সোচ্চার ভূমিকা পালন করবে।
এএ