রোববার, ৫ জানুয়ারী ২০২৫
নারীদের যৌনতৃপ্তি নিয়ে পুজা ভাটের ওয়েব সিরিজ!
প্রকাশিত - ফেব্রুয়ারি ১০, ২০১৬ ১২:১০ এএম
অভিনয় কিংবা পরিচালনা সবকিছুতেই ব্যতিক্রম পূজা ভাট। তেমনি একটি ব্যতিক্রমী কাজ করতে যাচ্ছেন এবার মহেশ ভাট তনয়া।
নারীদের যৌনতৃপ্তি নিয়ে নির্মাণ করতে যাচ্ছেন একটি ওয়েব সিরিজ। ১২ জন নারীর ১২টি ভিন্ন গল্প নিয়ে সাজানো হবে সিরিজটি।
'ওহ' শিরোনামের সিরিজটির কয়েকটি গল্প নিজেই পরিচালনা করবেন পূজা। আগামী এপ্রিলে শুরু হচ্ছে এর নির্মাণ কাজ। সিরিজটি নিয়ে নিজের উৎসাহ সম্পর্কে বলতে গিয়ে প্রথমেই সমাজের সংস্কারের ওপর খড়্গহস্ত হলেন পূজা ভাট।
তার মতে, সুইমস্যুট পরে বা নগ্ন হয়ে ছবি তুললেই সাহসিকতা হয় না। সমাজ যে বিষয়ে মুখ ফিরিয়ে থাকে সেসব বিষয়ে আলোচনা করাই আসল সাহসর পরিচয়।
পূজা মনে করেন, যৌন সম্পর্কের সময় নারীদের তৃপ্তি পাওয়া না পাওয়া বিষয়ে ভারতীয় সমাজ বরাবরই মুখে কুলুপ এঁটে থাকে। ফলে নারীদের যৌনসুখ বা তৃপ্তির বিষয়টি এখনো এক প্রকার রহস্যই রয়ে গেছে।
পূজা বলেন, '৮০ শতাংশ নারীই যৌন সম্পর্কে চরম বা তৃপ্তি থেকে বঞ্চিত। নারীরা যতদিন আর্থিক ও যৌনতার দিক থেকে স্বাধীন হতে পারবেন না, ততদিন তাদের ক্ষমতায়ণও সম্ভব নয়।
তার মতে, ভারতীয় সমাজে এখনো যৌন সম্পর্কের মতো বিষয়ে নারীদের কোনো সরব উপস্থিতি নেই, এখানে তাদের পছন্দকে গুরুত্বও দেওয়া হয় না। এটা খুবই দুর্ভাগ্যজনক। বিয়ে, যৌন সম্পর্ক, গর্ভবতী হওয়া বা গর্ভপাত করা কোনো কিছুতেই নারীদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই বলে মনে করেন মহেশ ভাট কন্যা। সূত্র: আনন্দবাজার পত্রিকা
Copyright © 2025 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.