জ্বালানি তেল রফতানিকারক দেশগুলোর মিত্র জোট ওপেক প্লাস চলতি বছরের ফেব্রুয়ারিতে দৈনিক চার লাখ ব্যারেল করেই অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। গত মঙ্গলবার অনুষ্ঠিত নীতিনির্ধারণী বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
এ বিষয়ে জোটসংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি পণ্যের বৈশ্বিক চাহিদায় নভেল করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন বড় ধরনের প্রভাব ফেলতে সক্ষম হবে না। ধরনটির প্রভাব খুব দ্রুতই কেটে যাবে। এ কারণে ওপেক প্লাস বিদ্যমান নীতিতে পরিবর্তন আনার প্রয়োজন আছে বলে মনে করছে না।
তথ্য বলছে, ২০২০ সালে করোনা মহামারীর প্রাদুর্ভাবের প্রভাবে অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা তলানিতে নেমে আসে। কিন্তু এ সময় পণ্যটির সরবরাহ ছিল ঊর্ধ্বমুখী। এতে বাজারে ভারসাম্যহীনতা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পণ্যটির উত্তোলন কমিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হয়। তবে ২০২১ সালে করোনার প্রভাব কমতে শুরু করায় চাহিদায় উল্লম্ফন দেখা দেয়। এ পরিপ্রেক্ষিতে উত্তোলন কমানোর সিদ্ধান্ত থেকে সরে আসে জোটটি। সরবরাহ বাড়াতে গত বছরের আগস্ট থেকে প্রতি মাসে দৈনিক চার লাখ ব্যারেল করে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন বৃদ্ধির ঘোষণা দেয় জোটটি।
সানবিডি/এনজে