তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলেমান সোয়লুর কয়েক ঘন্টার এক সংক্ষিপ্ত সফরে ঢাকা আসছেন।আগামী ৮ই জানুয়ারি সকালে আসছেন তিনি। সংক্ষিপ্ত হলেও তার সফরটি বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পেশাদার কূটনীতিকরা। তাদের মতে, ওই সফরে বেসামরিক নিরাপত্তা ও সন্ত্রাস দমনে দুই দেশ কাঠামোবদ্ধ ও পারস্পরিক সহযোগিতা নিশ্চিতে একটি সমঝোতা স্মারক সই হতে পারে।
ঢাকার কর্মকর্তারা জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আমন্ত্রণে আসছেন তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লুর।
সফরকালে দুই দেশের মধ্যে প্রথম স্বারাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে বেসামরিক নিরাপত্তা ও সন্ত্রাস দমনে একে অন্যকে কতটা সহায়তা দিতে পারে সেই বোঝাপড়া হবে। সফর বাস্তবায়নের সঙ্গে যুক্ত ঢাকা বা আঙ্কারার কোন সূত্রই নিরাপত্তাজনিত কারণে স্বারাষ্ট্র মন্ত্রী সোলেমান সোয়েলুরের ফ্লাইট শিডিউল অর্থাৎ আগমন এবং প্রস্থানের সময়-ক্ষণ প্রকাশ করছে না।
তবে সূত্র এটা নিশ্চিত করছে যে, শেষ সময়ে স্বাস্থ্যগত কিংবা ন্যাচারাল কোন জটিলতা না হলে চার্টার্ড ফ্লাইটে চড়ে ডজনখানেক সফরসঙ্গী নিয়ে শনিবার ভোরে মন্ত্রী সুলেমান সোয়লুর ঢাকা পৌঁছাচ্ছেন। ঢাকায় কাল বিলম্ব না করেই তিনি কক্সবাজারের পথে রওনা করবেন। কক্সবাজার সফরে তাঁর সঙ্গী হবেন বাংলাদেশ সরকারের পদস্থ কর্মকর্তা ও ঢাকাস্থ তুর্কি দূতাবাসের জ্যেষ্ঠ কূটনীতিকরা। বর্মী বর্বরতায় বাস্তুচ্যুত হয়ে ওই সীমান্ত জেলায় অস্থায়ীভাবে আশ্রয় গ্রহণে বাধ্য হওয়া মিয়ানমার নাগরিকদের অবস্থা সরজমিনে পরিদর্শন এবং সেখানে শরণার্থী ও হোস্ট কমিউনিটির চিকিৎসায় তুরস্ক সরকার পরিচালিত ফিল্ড হাসপাতালের কার্যক্রম ঘুরে দেখবেন তিনি। ওই দিন বিকালেই ঢাকায় ফিরবেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকে বসবেন। রাতেই তার ঢাকা ত্যাগের কথা রয়েছে।
সানবিডি/এনজে