দিনে দিনে অর্থনৈতিকভাবে আরো শক্তি হয়ে উঠছে চীন।সেই সঙ্গে বাড়ছে তাদের সামরিক শক্তি। চীনের এমন আধিপত্য বিস্তার ঠেকাতে একজোট হয়েছে জাপান ও অস্ট্রেলিয়া।
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও খিসিদা ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বৃহস্পতিবার ভার্চুয়ালি পারষ্পরিক সহায়তা চুক্তি নামে এক ঐতিহিাসিক প্রতিরক্ষা চুক্তি করেছেন।
এ বিষয়ে দুই দেশের প্রধানমন্ত্রী বলেছেন, এই চুক্তি ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে নিরাপদ ও স্থিতিশীল রাখতে ভূমিকা রাখবে। চীন এই অঞ্চলেই তাদের আধিপত্য বাড়ানোর চেষ্টা করছে, যা জাপানসহ বেশ কয়েকটি দেশের জন্য উদ্বেগের কারণ।
এর আগে জাপান কোনো দেশের সঙ্গে এমন চুক্তি করেছিল ১৯৬০ সালে। সেবার তারা চুক্তি করে আমেরিকার সঙ্গে। এবার দ্বিতীয় দেশ হিসেবে অস্ট্রেলিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করল।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এই চুক্তিটিকে জাপান ও অস্ট্রেলিয়ার জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে অভিহিত করে বলেন, যে অনিশ্চয়তায় আমরা বাস করছি সেটি মোকাবেলা করতে এটি গুরুত্বপূর্ণ চুক্তি।
এক বছরের বেশি সময় ধরে আলোচনা করার পর দুই দেশ এই চুক্তি করতে সমর্থ হয়। এর মাধ্যমে এখন দ্রুত সময়ের মধ্যে অস্ট্রেলিয়া ও জাপান তাদের সৈন্যদের মোতায়েন করতে পারবে। যৌথ মহড়ার জন্য অস্ত্রশস্ত্র পরিবহণে যে সকল বাধা ছিল সেগুলো দূর হবে ও মানবিক কাজে দুই দেশের সেনাদের অংশগ্রহণ সহজ হবে।
সানবিডি/এনজে