ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে সোনালী পেপার লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ২০ দশমিক ৫৩ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ৮৫ কোটি ২৪ লাখ ৩১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৭ কোটি ৪ লাখ ৮৬ হাজার ২০০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এটলাস বাংলাদেশের দর কমেছে ১৪ দশমিক ২৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৮৫ লাখ ২৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৭ লাখ ৫ হাজার ২০০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা এশিয়া ইন্স্যুরেন্সের দর কমেছে ৯ দশমিক ৯১ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৭৩ কোটি ৬২ লাখ ৪০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৪ কোটি ৭২ লাখ ৪৮ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এএমসিএলের (প্রাণ) ৯.২০ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ৮.৬৮ শতাংশ, লিবরা ইনফিউশনের ৮.১২ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৭.৮২ শতাংশ, আইবিবিএল মুদারাবা পার্পেচ্যুয়াল বন্ডের ৬.৩৯ শতাংশ, বাটা সু’র ৬.২৫ শতাংশ এবং বিচ হ্যাচারির শেয়ার দর ৬.১২ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস