পাসপোর্ট অফিসে আটক ৮ দালালের কারাদণ্ড

আপডেট: ২০১৫-১০-০৫ ২০:৫৪:৩৭


ashi_85828রাজধানীর কদমতলী থানার রায়েরবাগ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালিয়ে আট দালালকে আটক করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বেলা সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দুই মাসের কারাদণ্ড দেয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মোস্তফা কামাল ওরফে কামাল (২৯), মো. শাহিন (৪৫), মো. মোস্তফা আলম (৪০), মো. জাফর (৪৫), মো. ওয়াসিম আকরাম ওরফে ওয়াসিম (৩০), মো. আনোয়ার হোসেন বাবু (৩৩), মো. সজিব (২৭) ও মো. শাহীন মাহমুদ ওরফে সোহেল (৩০)।

র‌্যাবের ভ্রাম্যমান আদালতের পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম।

র‌্যাব সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে কদমতলী থানার রায়েরবাগ আঞ্চলিক পাসপোর্ট অফিসে র‌্যাবের একটি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযান পরিচালনাকালীন আঞ্চলিক পাসপোর্ট অফিসে স্বল্প সময়ে পাসপোর্ট করানোর নামে নিরীহ জনসাধারণকে বিভিন্নভাবে প্রতারণা করে সরকারি কাজে বিঘ্ন ঘটানোর অপরাধে গ্রেপ্তারদের দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমের নেতৃত্বে ও র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জিল্লুর রহমান ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন।

সানবিডি/ঢাকা/রাআ