ফেনীতে আইস, ইয়াবাসহ একজনকে আটক করেছে র্যাব-৭। উদ্ধারকৃত মাদকদ্রবের মূল্য এক কোটি ৬০ লাখ ৪৫ হাজার টাকা বলে জানিয়েছে র্যাব।
এ বিষয়ে র্যাব জানায়, শুক্রবার (০৭ জানুয়ারি) সন্ধ্যায় গোপনে পাওয়া খবরের ভিত্তিতে গাড়ি তল্লাশি চালায় র্যাব। এ সময় একটি নম্বরবিহীন মোটরসাইকেলকে থামার নির্দেশ দিলে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে র্যাব সদস্যরা ধাওয়া করে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার সাতারপাড়া এলাকার মো. নজলার রহমানের ছেলে মো. আলীম উদ্দিন শেখকে (৫০) আটক করে। তাঁর দেহ তল্লাশি করে ১.২০ গ্রাম আইস ও ২১ হাজার ২০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, আটক আলীম গাইবান্ধায় পাঁচটি মামলার আসামি। সম্প্রতি তিনি পাঁচ বছর জেল খেটে বেরিয়ে আবার মাদক কারবার শুরু করেন।
আলীমকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ফেনীস্থ ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক স্কোয়াড্রন লিডার আব্দুল্লাহ আল জাবের ইমরান।
সানবিডি/এনজে