করোনার প্রভাবে স্বাভাবিক গতি হারিয়ে থমকে দাঁড়িয়েছে বিশ্ব অর্থনীতি। অর্থনীতি সকল ক্ষেত্রে নেতিবাচক প্রভাব। করোনা তছনছ করে দিয়েছে বিশ্ব পুঁজিবাজার। তবে সাম্প্রতিক সময়ে বিশ্ব অর্থনীতি কিছুটা স্বাভাবিক হলেও আবার নতুন করে দেখা দিয়েছে করোনার নতুন রূপ ওমিক্রম। এতো কিছুর মধ্যেও ২০২২ সালে এশিয়ার পুঁজিবাজারে লক্ষ্য করা যাবে তেজিভাব। এমনটাই প্রত্যশা করছেন বিভিন্ন দেশের বিনিয়োগকারিরা।
সাম্প্রতিক সময়ে আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ইন্ডিভিজুয়াল ইনভেস্টর (এএআআিই) একটি গবেষনা পরিচালনা করেছে। সেখানে তারা প্রায় ৫০০ জন বিনিযোগকারির সাথে কথা বলেন। এসব বিনিয়োগকারিদেও সাথে কথা বললে অধিকাংশ বিনিয়োগকারি বলছেন নতুন বছরে সকল সমস্যা দূর করে এশিরার পুঁজিবাজার তার স্বাভাবিক রুপে ফিরে আসবে।
এএআইআই’র রিপোর্টে দেখা যায় সংস্থাটি যে সব বিনিয়োগকাদের সাথে কথা বলেছে তাদের মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশ (৬৬%) আশা করছেন যে, এবছর তাদের পুঁজিবাজারে বিনিয়োগের ২% রিটার্ন আসবে। এদের মধ্যে ৪৩% মনে করছেন এবছরের জন্য ৬% থেকে ১৫% এর মধ্যে রিটার্ন পাওয়া যাবে।
এদিকে উত্তদাতাদের মধ্যে প্রায় ২৬% মনে করছেন ২%-এর বেশি নেতিবাচক রিটার্ন আসবে। ১৯% বিনিয়োগকারি মনে করছেন লোকসানের পূর্বাভাস ১০%-এর বেশি। অপর দিকে মোটামুটিভাবে ৮% উত্তরদাতারা ভবিষ্যদ্বাণী করেছেন যে ২০২২ সালের জন্য রিটার্ন সমতল হবে (-১% এবং ১% এর মধ্যে)।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস