নড়াইলে নছিমন থেকে চাঁদা না দেওয়ায় হামলা চালিয়ে মহিলাসহ ৫ জনকে আহত করেছে সন্ত্রাসীরা। বুধবার দুপুরে সদর উপজেলার সরসপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছে।
আহতদের সূত্রে জানাগেছে, যশোরের বাঘারপাড়া উপজেলার মানিকদাহ ও আন্দলবাড়িয়া গ্রামের লোকজন নছিমনযোগে নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের গোপিকান্তপুর গ্রামের জগন্নাথ গোসায়ের বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার জন আসছিলেন। পথিমধ্যে সরসপুর এলাকায় পৌঁছাছে স্থানীয় মিলন ও ইসমাইলের নেতৃত্বে ৮-১০ ওই নছিমন থেকে চাঁদা দাবি করেন। যাত্রীরা চাঁদা দিতে অস্বিকার করলে তাদের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। এসময় সুবলা রানী (৬৫), উন্নতি রানী (৪৫), মনি মোহন (৫০), বিমল বিশ্বাস (৪০) সজিব বিশ^াস (৩০) আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে নড়াইল সদর হাসাপাতালে ভর্তিকরে।
শাহাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ইমাদুল হক নান্নু ও ইউপি সদস্য জিয়াউর রহমান জিয়া বলেন, এসব সন্ত্রাসীরা দীর্ঘদিন যাবৎ ওইস্থানে বিভিন্ন নছিমন-করিমন থেকে চাঁদা আদায় করে আসছিল।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুবাষ চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সানবিডি/ঢাকা/এসএস