দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে কেজিপ্রতি পেঁয়াজের দাম বেড়েছে ৬ টাকা। পণ্যটির আমদানি কমে সর্বনিম্নে নেমে যাওয়ায় বাজার ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে বলে জানান ব্যবসায়ীরা।
এ বিষয়ে জানা গেছে, বাজারে দেশীয় পেঁয়াজ উঠতে শুরু করায় আমদানীকৃত পেঁয়াজের চাহিদা অনেকটাই দুর্বল। এছাড়া খারাপ মানের পেঁয়াজ আসায় সেগুলো কিনতে আগ্রহ হারাচ্ছেন পাইকাররা। ফলে আমদানি করে লোকসান গুনতে হচ্ছে আমদানিকারকদের।
ব্যবসায়ীরা জানান, একদিন আগেও বন্দরে নতুন ইন্দোর জাতের ছোট আকারের পেঁয়াজ প্রতি কেজি ২৫-২৬ টাকা দরে বিক্রি হয়েছিল। বর্তমানে এসব পেঁয়াজের দাম বেড়ে ৩১-৩২ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে আবারো পেঁয়াজের দাম বাড়ায় বিপাকে পড়েছেন পাইকাররা। স্থলবন্দরে পণ্যটির আমদানি কমে তিন ট্রাকে নেমেছে।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকলেও আগের তুলনায় আমদানি অনেকটাই কমে এসেছে। সর্বশেষ বৃহস্পতিবার বন্দর দিয়ে মাত্র তিন ট্রাকে ৮২ টন পেঁয়াজ আমদানি হয়েছে। শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল।
সানবিডি/এনজে