মহামারি করোনার সংক্রমণ কিছুটা কম হওয়ায় দেশের বাজারে বেড়েছে গমের চাহিদা।কিন্তু পণ্যটির দেশীয় উৎপাদন সীমিত। ফলে আমদানি বাড়িয়েছেন সংশ্লিষ্টরা। এর মধ্যে সাতক্ষীরা জেলার ভোমরা স্থলবন্দর দিয়েই রেকর্ড পরিমাণ গম আমদানি করা হয়েছে।
এ বিষয়ে বন্দরসংশ্লিষ্টরা বলছেন, চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথমার্ধে ভোমরা স্থলবন্দর দিয়ে গম আমদানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ছয় গুণ বেড়েছে। বাড়তি চাহিদা থাকায় আমদানি আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।
ভোমরা শুল্কস্টেশনের রাজস্ব শাখা সূত্রে জানা, চলতি ২০২১-২২ অর্থবছরের জুলাই-ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে এ বন্দর দিয়ে গম আমদানি হয়েছে ৩ লাখ ৩১ হাজার ৭০৩ টন। আমদানীকৃত এসব গমের মূল্য ৮৯৪ কোটি ৮৮ লাখ টাকা। সূত্রটি আরো জানায়, ২০২০-২১ অর্থবছরের জুলাই-ডিসেম্বর পর্যন্ত গম আমদানি হয়েছিল ৫৮ হাজার ৩৩৯ টন, যার মূল্য ১৫৬ কোটি ৯১ লাখ টাকা। তবে গম আমদানিতে সরকারের কোনো রাজস্ব আসে না।
ভোমরা শুল্কস্টেশনের দায়িত্বরত কাস্টমসের বিভাগীয় সহকারী কমিশনার আমীর মামুন জানান, কৃষিপণ্যের মধ্যে উল্লেখযোগ্য হারে গম আমদানি হচ্ছে। গত অর্থবছরের তুলনায় পণ্যটির আমদানি কয়েক গুণ বেড়েছে। তবে আমদানি বাড়লেও পণ্যটি থেকে সরকারের কোনো রাজস্ব আসে না।
সানবিডি/এনজে