সিরিজ জিতলো পাকিস্তান
প্রকাশ: ২০১৫-১০-০৫ ২০:৫৭:১২

Pakistan bowler Bilal Asif celebrtaes the wicket of Zimbabwean batsman Brian Chari during the One Day International Cricket match between Zimbabwe and Pakistan in Harare, Monday, Oct. 5, 2015. (AP Photo/Tsvangirayi Mukwazhi)
হারারেতে সোমবার তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ এ জিতে নিল সফরকারী পাকিস্তান।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলারদের বোলিং তোপে ৩৮.৫ ওভারে মাত্র ১৬১ রানে অল আউট হয়ে যায় স্বাগতিক জিম্বাবুয়ে। মুটুম্বানি ৬৭, চিবাবা ৪৮ রান করেন। পাকিস্তানের পক্ষে স্পিনার বিলওয়াল আসিফ ২৫ রান দিয়ে ৫ উইকেট নেন।
জবাবে মাত্র ৩৪ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। বিলওয়াল আসিফ ও আসাদ শফিক প্রত্যেকে ৩৮ রান করেন।
সানবিডি/ঢাকা/রাআ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













