বর্তমানে চিলি বিশ্বের শীর্ষ তামা উৎপাদক দেশে। সদ্যবিদায়ী ২০২১ বছরের ডিসেম্বরে দেশটির তামা রফতানি আয় বেড়েছে ২১ দশমিক ৯ শতাংশ। এছাড়া বছরজুড়ে পণ্যটির রফতানি আয় ২০২০ সালের তুলনায় ৪০ দশমিক ৬ শতাংশ বেড়েছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এ বিষয়ে বাজারসংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরেই বিশ্বে তামার সরবরাহ সংকট চলছে। ফলে আন্তর্জাতিক বাজারে পণ্যটির দাম ঊর্ধ্বমুখী। এর মধ্যে মহামারীর প্রভাব কাটিয়ে বিশ্ব অর্থনীতির চাকা গতিশীল হতে শুরু করায় গত বছর পণ্যটির দাম রেকর্ড সর্বোচ্চে পৌঁছে। এ কারণে পণ্যটি থেকে বড় আকারের রফতানি আয় এসেছে চিলির।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত বছরের ডিসেম্বরে চিলি ৪৯১ কোটি ডলারের তামা রফতানি করে। ২০২১ সালে রফতানি হয়েছে ৫ হাজার ৩৪২ কোটি ডলারের তামা।
তবে চলতি বছর চিলির তামা রফতানি আয় কমার আশঙ্কা প্রকাশ করেছেন কোনো কোনো বিশ্লেষক। তারা বলছেন, চলতি বছর তামার বৈশ্বিক সরবরাহ বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে পণ্যটির দাম রেকর্ড উচ্চতা থেকে নেমে আসতে পারে।
সানবিডি/এনজে