সদ্যবিদায়ী ২০২১ বছরের ডিসেম্বরে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলনে মিত্র দেশগুলোর সঙ্গে করা চুক্তির শর্ত মোতাবেক ফের ব্যর্থ হয়েছে ওপেক। জ্বালানি তেল রফতানিকারক দেশগুলোর জোটটির কিছু সদস্যের উত্তোলন সক্ষমতা কমে যাওয়ায় এ ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
এ বিষয়ে তথ্য বলছে, সরবরাহ চুক্তি অনুযায়ী, প্রতি মাসে দৈনিক ২ লাখ ৫৩ হাজার ব্যারেল করে উত্তোলন বাড়ানোর লক্ষ্যমাত্রা রয়েছে। কিন্তু ডিসেম্বরে এ লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি ওপেক। ডিসেম্বরে ওপেকভুক্ত দেশগুলো সম্মিলিতভাবে দৈনিক ২ কোটি ৭৮ লাখ ব্যারেল করে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন করেছে। নভেম্বরের তুলনায় উত্তোলন বেড়েছে দৈনিক ৭০ হাজার ব্যারেল।
ওপেকের মিত্র দেশগুলোর জোট ওপেক প্লাস নামে পরিচিত। ২০২০ সালে জ্বালানি পণ্যের চাহিদায় ধস নামলে জোটটি উত্তোলন কমিয়ে আনার সিদ্ধান্ত নেয়। কিন্তু গত বছর পরিস্থিতি ইতিবাচক দিকে মোড় নিলে এ সিদ্ধান্ত থেকে সরে আসতে একমত হয় জোটের সদস্যরা। চাহিদা বাড়তে থাকায় প্রতি মাসে দৈনিক চার লাখ ব্যারেল করে উত্তোলন বাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করে জোটটি। এক্ষেত্রে ১০ সদস্যবিশিষ্ট ওপেককে দৈনিক ২ লাখ ৫৩ হাজার ব্যারেল করে উত্তোলন বাড়ানোর সীমা বেঁধে দেয়া হয়। কিন্তু জোটটির অনেক ক্ষুদ্র উত্তোলক দেশ সরবরাহ বাড়াতে সক্ষম হয়নি। অন্যরা আবারো চাহিদা কমে যাওয়ার আশঙ্কায় উত্তোলন বাড়াচ্ছে না।
সানবিডি/এনজে