শীতের প্রকোপ থেকে সাভারে প্রায় ৬ শতাধিক শীতার্ত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ সোমবার (১০ জানুয়ারি) বিজিবির ঢাকা ব্যাটালিয়নের (৫ বিজবি) ব্যবস্থাপনায় সকালে সাভারের অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে এই কম্বল বিতরণ করা হয়।
সকালে সাভারের পৌর এলাকার বিভিন্ন মহল্লা থেকে অধরচন্দ্র স্কুল মাঠে আসেন বিভিন্ন বয়সের শীতার্ত অসহায় ও দুস্থ পরিবারের সদস্যরা। পরে বিজিবির পক্ষ থেকে তাদের হাতে তুলে দেওয়া হয় কম্বল। ছয় শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এ বিষয়ে ঢাকা ব্যাটালিয়নের (৫ বিজিবি) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ ফেরদৌস হাসান টিটো বলেন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও অথবা কঠিন সময়ে বিজিবি জনগণের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে থাকে। তারই অংশ হিসেবে এবারও জনগণের পাশে দাঁড়িয়েছি। বিজিবির পক্ষ থেকে আমরা সারা দেশে এই কার্যক্রম পরিচালনা করছি। যতদিন শীত থাকবে ততোদিন এই কার্যক্রম আমরা অব্যাহত রাখবো।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ ঢাকা ব্যাটালিয়ন, ৫ বিজিবির অন্যান্য সদস্যরা।
সানবিডি/এনজে