“দক্ষ ও আদর্শবান মেডিকেল এ্যাসিসটেন্ট ও টেকনোলজিস্ট গড়ার লক্ষ্যে” এই স্লোগানটি সামনে রেখে ২০০৭ সালে প্রথম যাত্রা শুরু করে বাংলাদেশের ডিপ্লোমা মেডিকেল শিক্ষায় সাফল্য অর্জন করা একটি বেসরকারি প্রতিষ্ঠান ট্রমা ম্যাটস।
প্রতিষ্ঠানটি উন্নত শিক্ষার পাশাপাশি শিক্ষা পরিপূরক ও সামাজিক বিভিন্ন কার্যক্রমও পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ বুধবার এবার জাতীয় পর্যায়ের খেলাধুলায় (বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুনামেন্ট-২০১৫ ) গর্বিত স্পন্সর হলো প্রতিষ্ঠানটি।
প্রাথমিক বাছাই পর্বে বিজয়ীদলগুলোর মধ্যে অন্যতম রাজশাহী বিভাগের পাবনা জেলার সাথিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দলটির স্পন্সর হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছে। বুধবার রাজধানীর শেওড়াপাড়ায় অবস্থিত ট্রমা আইএমটি এন্ড ম্যাটস্ ভবনে দলের সদস্যদের জার্সি প্রদানের মাধ্যমে স্পন্সরশীপ গ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা করে ট্রমা ম্যাটস।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালক (প্রশাসন) তানজিনা খান। এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ ডা. ইব্রাহানা ইসলাম, টিম ম্যানেজার শফিকুল ইসলাম রিপন, দলটির অধিনায়ক ফাত্তাহুর রহমান প্রমুখ।
দলটির স্পন্সরশীপের ব্যাপারে তানজিনা খান সাংবাদিকদের বলেন, দলের সকল সদস্যের থাকা-খাওয়া, চিকিৎসা থেকে শুরু করে পরিবহণ ব্যবস্থারও দায়িত্বভার গ্রহণ করেছে স্পন্সর প্রতিষ্ঠানটি। দলটির অধিনায়ক ফাত্তাহুর রহমান ট্রমা ম্যাটসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমার দলের জন্য আপনাদের দোয়া কামনা করছি এবং মাঠে তারা ভালো খেলার মাধ্যমে শিরোপা আর্জনের আশ্বাস দিয়েছেন।
জানা গেছে, খেলাধুলা একটি চিরাচরিত ঐতিহ্য। দর্শকদের জন্য যেমন বিনোদনের উৎস তেমনি খেলোয়াড়দের জন্য একটি উৎকৃষ্ট ব্যায়ামও বটে। জাতীয় পর্যায়ে ক্রিকেটের বেশ হাকডাক শোনা গেলেও জাতীয় খেলা হিসেবে ফুটবল নিয়ে তেমন মাতামাতি নেই বললেই চলে। তাই ফুটবল নিয়ে বাংলাদেশের তরুণ প্রজন্মকে উজ্জীবিত করার লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজন করেছে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুনামেন্ট-২০১৫।
টুর্নামেন্টেটি শুরু হয় গত জুন ২০১৫ হতে। থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রতিদ্বন্ধিতার মাধ্যমে সম্পন্ন করা হয়েছে প্রাথমিক বাছাই পর্ব। বাছাই পর্বে নির্বাচিত দলগুলোর মধ্য থেকে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের মাধ্যমে চূড়ান্তভাবে বাছাই করা হবে ফাইনাল পর্বে অংশগ্রহণকারী দলগুলো ফাইনালের জন্য নির্বাচিত দলগুলো বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামী ১৬ই ফেব্রুয়ারী ২০১৬ তারিখে প্রতিদ্বন্ধিতা করবেন। খেলাটির প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা।
সানবিডি/ঢাকা/রাআ