চট্টগ্রামের পাহাড়তলী থানার কর্নেলহাট এলাকায় একটি ফার্নিচার কারখানায় আগুন লেগেছে। কারখানা থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ জানুয়ারি) বিকেল ৩টা ৫০ মিনিটে আগুন লাগে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ১০টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। এখানে ফার্নিচার কারখানা ও দোকান একসঙ্গে রয়েছে। দেড়ঘণ্টারও বেশি সময় ধরে চেষ্টা চালিয়েও আগুন নিয়ন্ত্রণে আসেনি।
আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে এখনো বলা যাচ্ছে না। দুইজনের মরদেহ উদ্ধার করা হলেও তার নাম-পরিচয় এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতিসহ বিস্তারিত পরে জানানো হবে বলে জানান নিউটন দাশ।
সানবিডি/এনজে