সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের একটি জাহাজ ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দ্বারা ছিনতাইয়ের ঘটনায় চরম নিন্দা জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।
গত ২ জানুয়ারি রাওয়াবি নামক জাহাজটি যখন সৌদি ফিল্ড হাসপাতালের জন্য কার্গো নিয়ে যাচ্ছিল তখন ছিনতাই করা হয়।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের কার্যকলাপ ইয়েমেনে মানবিক ও ত্রাণ সহায়তা দেওয়ার ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা। এটি আন্তর্জাতিক মূল্যবোধের প্রতি চরম অসম্মান প্রদর্শনের একটি উদাহারণ।
এতে বলা হয়, সৌদি আরব এবং এর অংশীদারদের মানবিক ও ত্রাণ সহায়তার ওপর ক্রমাগত অবৈধ হামলার ঘটনায় উদ্বিগ্ন বাংলাদেশ।
এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সৌদি আরব এবং এর ভ্রাতৃপ্রতিম জনগণের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি এমন যেকোনও ধরনের কার্যক্রমের বিরোধিতা করে বাংলাদেশ এবং তাদের প্রতি সংহতি পুনব্যক্ত করে।
সানবিডি/এনজে