বিশ্বজুড়ে মহামারি করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কায় অপরিশোধিত জ্বালানি তেলের বাজার কিছুটা স্থিতিশীল ছিল। তবে সম্প্রতি কাজাখস্তান ও লিবিয়ায় সরবরাহ সংকটের উদ্বেগে আন্তর্জাতিক বাজারে আবারো পণ্যটির দাম বাড়তে শুরু করেছে। খবর রয়টার্স।
সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ২৪ সেন্ট বা দশমিক ৩ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৮১ ডলার ৯৯ সেন্টে।
অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২২ সেন্ট বা দশমিক ৩ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৭৯ ডলার ১২ সেন্টে।
তথ্য বলছে, কাজাখস্তানে সরকারবিরোধী বিক্ষোভে দেশটির শীর্ষ জ্বালানি তেল উত্তোলন ক্ষেত্র তেংগিজে উত্তোলন ব্যাহত হয়। বিঘ্নিত হয় সরবরাহ। অন্যদিকে লিবিয়ায় পাইপলাইন রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে উত্তোলন কমে দৈনিক ৭ লাখ ২৯ হাজার ব্যারেলে নেমেছে। অথচ গত বছরের একই সময় দৈনিক উত্তোলনের পরিমাণ ছিল ১৩ লাখ ব্যারেল। এসব কারণে গত সপ্তাহেই অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারদর ৫ শতাংশ বেড়ে যায়।
সানবিডি/এনজে