মহামারির তীব্র সংকটের পর ভারতের অর্থনীতিতে গতি ফিরতে শুরু করায় অবকাঠামো নির্মাণ, প্রকৌশল ও অন্যান্য খাতে ইস্পাতের চাহিদা বেড়ে দ্বিগুণ হয়েছে। ফলে চলতি বছর দেশটিতে ইস্পাতের ব্যবহার গত বছরের তুলনায় বাড়বে। ব্রোকারেজ ও ক্রেডিট রেটিং এজেন্সিগুলো এ তথ্য জানিয়েছে।
এ বিষয়ে কেয়ার রেটিংস সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২২ সালে ভারতে ইস্পাতের ব্যবহার বেড়ে ১১ কোটি ১০ লাখ টনে পৌঁছতে পারে। ২০২০ সালে করোনা মহামারীর প্রাদুর্ভাবের প্রভাবে দেশটিতে ইস্পাতের ব্যবহার কমে ৮ কোটি ৯৩ লাখ টনে নেমে গিয়েছিল।
প্রাক্কলিত হিসাব অনুযায়ী, ২০২১ সালে দেশটিতে ১০ কোটি ৪০ লাখ টন ইস্পাত ব্যবহার হয়েছে। এর মানে দাঁড়ায়, গত বছর দেশটিতে ইস্পাতের ব্যবহার বেড়েছে ১৭ শতাংশ।
সম্প্রতি ভারতের ইস্পাতমন্ত্রী রামচন্দ্র প্রসাদ সিংহ জানান, ২০২৪-২৫ অর্থবছরে দেশীয় ইস্পাতের চাহিদা ১৬ কোটি টনে দাঁড়াতে পারে। ইস্পাতের চাহিদা, উৎপাদন ও ব্যবহার বাড়াতে ভারত সরকার নিরন্তর চেষ্টা করে যাচ্ছে।
দেশটির ইস্পাত মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে শিল্প উপকরণটির ব্যবহার প্রায় দ্বিগুণ হতে পারে। ২০৩০-৩১ অর্থবছর নাগাদ ইস্পাত ব্যবহার পৌঁছতে পারে ২৫ কোটি টনে।
সানবিডি/এনজে