প্রবাসী কর্মীদের জন্য দেশের ৩ আন্তর্জাতিক বিমানবন্দরে দ্রুত করোনা পরীক্ষার সুবিধা স্থাপনের সুপারিশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
মঙ্গলবার (১১ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনে জাতীয় পার্টির সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
বর্তমানে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে করোনার আরটি-পিসিআর পরীক্ষার সুবিধা রয়েছে।
তবে সংযুক্ত আরব আমিরাতগামী প্রবাসী কর্মীদের ফ্লাইটের ৬ ঘণ্টা আগে কোভিড-১৯ পরীক্ষা করাতে নির্দেশ দিয়েছে দেশটির সরকার। ফলে মধ্যপ্রাচ্যের দেশটিতে যাওয়া যাত্রীদের ৮-১০ ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছাতে হয়।
ফ্লাইটের আগে দীর্ঘ সময় ঢাকায় অবস্থান করা এবং ঢাকা বিমানবন্দরের আশেপাশের হোটেলে থেকে অনিরাপদ খাবার খেয়ে সম্প্রতিকালে সংযুক্ত আরব আমিরাত ও কাতারগামী প্রায় ১২০ জন প্রবাসী কর্মী অসুস্থ হয়ে পড়েন।
এএ