পায়রা সমুদ্র বন্দর প্রকল্পের (ভূমি অধিগ্রহণ) আইন -২০১৫ এর খসরা ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রি শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে প্রেস ব্রিফিং মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মাদ মোশাররাফ হোসাইন ভূইঞা একথা জানান।
তিনি জানান, এ আইনটি মুলত পদ্মা প্রকল্পের আদলে করা হয়েছে। এর ফলে পায়রা বন্দরে ভূমি অধিগ্রহণে দ্রুত ক্ষতিপূরণ দেয়া সম্ভব হবে। অর্থাৎ ৬০ দিনের মধ্যেই ক্ষতিপূরণ পাবেন ক্ষতিগ্রস্তরা।
তবে যারা অসৎ উদ্দেশে হঠাৎ ঘরবাড়ি নির্মাণ করে জমির শ্রেণি পরিবর্তন করবেন, তারা ক্ষতিপূরণ পাবেন না। জেলা প্রশাসক তাদের ক্ষতিপূরণ আবেদন প্রত্যাক্ষাণ করবেন। কিন্তু ক্ষতিগ্রস্তরা আবারো সাত দিনের মধ্যে এর বিরুদ্ধে আপিল করতে পারবেন। এ আবেদনের নিষ্পত্তিও হবে ৫ দিনের মধ্যে।
উল্লেখ্য জমি অধিগ্রহণের জন্য নোটিশ দেয়ার সময় এলাকার ভিডিওচিত্র নেয়া হকেব। এই ভিডিওচিত্রের ভিত্তিতেই ক্ষতি পূরণ দেয়া হবে।
বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যাম্পিয়ন অব দা আর্থ পুরস্কার পাওয়ায় তাকে অভিনন্দন জানানো হয়।