মালয়েশিয়ান পাম অয়েলের দাম কমেছে ফিউচারস মার্কেটে।মূলত মজুদ ও রফতানি কমায় বাজারে মঙ্গলবার পণ্যটির দাম কমে যায়। খবর বিজনেস রেকর্ডার।
পণ্যবাহী জাহাজের তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, চলতি বছর ১-১০ জানুয়ারি পর্যন্ত মালয়েশিয়ার পাম অয়েল রফতানি কমেছে। অন্যদিকে পণ্যটির মজুদও লক্ষণীয় মাত্রায় কমেছে।
মঙ্গলবার বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে মার্চে সরবরাহ চুক্তিতে পাম অয়েলের দাম ৭ রিঙ্গিত বা দশমিক ১৪ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৫ হাজার ২২ রিঙ্গিত (১ হাজার ১৯৮ ডলার)।
রেফিনিটিভ এগ্রিকালচার রিসার্চ সম্প্রতি এক নোটে জানায়, পশ্চিম মালয়েশিয়ায় অতিবৃষ্টি ও বন্যায় পাম অয়েলের সরবরাহ সংকুচিত হয়ে পড়ে। এ কারণে ঊর্ধ্বমুখী ছিল পণ্যটির বাজারদর। কিন্তু অব্যাহতভাবে দাম বাড়ায় সম্প্রতি পণ্যটির চাহিদা কমতে শুরু করেছে। এতে বাজারে নিম্নমুখী প্রবণতা তৈরি হয়েছে।
সানবিডি/এনজে