বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে গ্রন্থমেলার প্রথম ১০ দিনে নতুন বই এসেছে ৯৮২টি। গত বছরের একই সময়ের তুলনায় এ বছর প্রকাশিত নতুন বইয়ের সংখ্যা কমেছে। ২০১৫ সালের অমর একুশে গ্রন্থমেলায় প্রথম ১০ দিনে প্রকাশিত হয়েছিল ১ হাজার ৩১৩টি নতুন বই। গত বছরের তুলনায় এ বছর ৩৩১ টি বই কম এসেছে মেলায়। যা গত ব্ছরের তুলনায় প্রায় ২৫ শতাংশ কম।
গতকাল বুধবার সন্ধ্যায় বাংলা একাডেমির জনসংযোগ উপ-বিভাগ থেকে এসব তথ্য জানা গেছে।
জানা যায়, এবারের বই মেলায় এখন পর্যন্ত ৯৮২টি নতুন বই প্রকাশিত হয়েছে। মেলার প্রথম ১০ দিনে মোট গল্পের বই এসেছে ১৫৬টি, উপন্যাস ১৮২টি, প্রবন্ধ ৫৯টি, কবিতার বই ২৩০টি, গবেষণা প্রবন্ধ ১৩টি, ছড়ার বই ৩৬টি, শিশুতোষ ৪১টি, জীবনী ২২টি, রচনাবলী ১টি, মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ ১৭টি, নাটক ২টি, বিজ্ঞান ২১টি, ভ্রমণ কাহিনী ১৫টি, ইতিহাস ১৭টি, রাজনীতি বিষয়ক গ্রন্থ ৪টি, স্বাস্থ্য বিষয়ক গ্রন্থ ৬টি, কম্পিউটার জ্ঞান বিষয়ক গ্রন্থ ২টি, রম্য রচনা ৭টি, ধর্ম বিষয়ক গ্রন্থ ৮টি, অনুবাদ ২টি, অভিধান ৬টি, সায়েন্স ফিকশন ১০টি এবং অন্যান্য ১২৫টি।
জনসংযোগ সূত্রে আরও জানা যায়, এবারের বই মেলায় প্রথম দিন বাংলা একাডেমির তথ্য কেন্দ্রে কোনো বই জমা পড়েনি। তবে ২য় দিন এসেছে ৭টি, ৩য় দিন ৬৩টি, ৪র্থ দিন ৯৩টি, ৫ম দিন ২৫৬টি, ৬ষ্ঠ দিন ১৫৫টি, ৭ম দিন ১১৮টি, ৮ম দিনে ৭৫টি, ৯ম দিনে ১১০টি এবং ১০ম দিনে ১০৫টি নতুন বই এসেছে।
সানবিডি/ঢাকা/এসএস