পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিএসআরএম স্টিল লিমিটেডের সঙ্গে একীভূত হচ্ছে বিএসআরএম আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি লি:। ডিএসই সূত্রে জানা গেছে, গতকাল কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় একীভূতকরণের এ সিদ্ধান্ত নেওয়া হয়। আর এ সিদ্ধান্ত কার্যকর করা হবে বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন নিয়ে।
সূত্রে আরও জানা গেছে, এর জন্য আগামী ৩০ মার্চ কোম্পানিটির ইজিএম অনুষ্ঠিত হবে। ওইদিন বেলা সোয়া ১১টায় দ্য ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, চিটাগং সেন্টার, এস এস খালেদ রোড চট্টগ্রামে এই ইজিএম অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারিত হয়েছে আগামী ৩ মার্চ।
এছাড়া, বিএসআরএম আয়রন অ্যান্ড স্টিল কোম্পানির সব সম্পদ ও দায় বিএসআরএম স্টিলে স্থানান্তর করা হবে। এ জন্য কোম্পানিটিকে শেয়ারহোল্ডারদের অনুমোদন এবং উচ্চ আদালতের সম্মতি নিতে হবে।