নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানালো রাজনৈতিক দল ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) মেয়র প্রার্থী আইভির উপস্থিতিতে তার বাসভবন সংলগ্ন প্রচারণা স্থলে ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান বাহাদুর শাহ মোজাদ্দেদি তার দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতিতে আনুষ্ঠানিক সমর্থনের ঘোষণা দেন।
মোজাদ্দেদি তার ঘোষণায় বলেন, মেয়র প্রার্থীকে বিজয়ী করতে তার দলের প্রতিটি কর্মী নিরলস পরিশ্রম করে যাবে।
সমর্থন ঘোষণার সময়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস ও সমাজকল্যান সম্পাদক সুজিত রায় নন্দী ছাড়াও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এএ