অব্যাহত ভাবে বৃদ্ধি পাওয়ার পর সূচকের পতন ঘটেছে নিউ ইয়র্ক পুঁজিবাজারে। একই সাথে কমতে শুরু করেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম।
গত তিন দিনে অব্যাহত ভাবে সূচকের বৃদ্ধির সাথে অধিকাংশ শেয়ারর দাম বৃদ্ধি পায়। তবে গতকাল সূচকের পতন হয়েছে ২.৫ শতাংশ। একই সাথে দাম করেছে প্রযুক্তি সহ অনেক প্রতিষ্ঠানের।
রয়টার্স এর এক প্রতিবেদনে দেখা যায়, নিউ ইয়র্ক পুঁজিবাজার থেকে বিনিয়োগকারিরা প্রযুক্তি খাতের শেয়ারগুলো থেকে মুনাফা তুলে নিয়েছে প্রত্যাশিত ভাবে। একই সাথে ফেডারেল রিজার্ভ কর্তৃপক্ষ সুদের হার বৃদ্ধি করাতে শেয়ার বাজারে বড় পতন হয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
নিউ ইয়র্ক পুঁজিবাজারে এসএন্ডপি প্রযুক্তি সূচক কমেছে ২.৭ শতাংশ একই সমযে ভোগ্য পণ্য কোম্পানিগুলোর শেয়ারের দাম কমেছে ২ শতাংশ।
প্রতিবেদনে আরো দেখা যায়, ডাও জোন্স ইন্ডাস্ট্রি’র শেয়ারের সুচক কমেছে ১৭৬.৭ পয়েন্ট বা ০.৪৯ শতাংশ। এসএন্ডপি - ৫০০ এর সুচক কমেছে ৬৭.৩২ পয়েন্ট বা ১.৪২ শতাংশ। নাসডাক কম্পোজিট এর সুচক ৩৮১.৫৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৮০৬.৮১ পয়েন্ট।
নাসডা এর সবচেয়ে বেশি পতন হয় জানুয়ারির ৫ তারিখে। এদিন কোম্পানির সুচকের পতন হয় ৩.৪ শতাংশ। যা একদিনে সর্বোচ্চ।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
এএ