সহপাঠী বান্ধবীর শ্লীলতাহানির পর তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার অভিযোগে বরিশালে দুই কলেজছাত্রের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার রাতে বরিশাল কোতয়ালী মডের থানায় অমৃত লাল দে কলেজের বিজ্ঞান প্রথম বর্ষের এক ছাত্রী মামলাটি দায়ের করে।
মামলার আসামিরা হলো- অমৃত লাল দে কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বার্ষের ছাত্র জুবায়ের হোসের আসিফ ও পলিটেকনিক কলেজের ছাত্র মিরাজ হোসেন অমি। তাদের দুজনের বাড়িই বানারীপাড়ায়। তবে তারা বরিশালে মেসে থাকে।
মামলায় উল্লেখ করা হয়, গত বছর ১৩ ডিসেম্বর জুবায়ের হোসেন আসিফ নোট আনার কথা বলে বাদীকে রিকশাযোগে নথুল্লাবাদ বাস স্ট্যান্ড সংলগ্ন লুৎফর রহমান সড়ক থেকে সিএন্ডবি রোড কাজীপাড়ায় লতিফ ম্যানসনে নিয়ে যায়।
ওই ভবনের তৃতীয় তলায় মেসে ভাড়া থাকতো আসিফের বন্ধু মিরাজ হোসেন অমি। আসিফ বাদীকে অমির রুমে নিয়ে যায়। সেখানে তাকে ম্যাংগো জুস খাওয়ানো হলে সে অচেতন হয়ে পড়ে। এর পরে তারা তাকে বিবস্ত্র করে মোবাইলফোনে ছবি তোলে।
জ্ঞান ফিরলে ছবির বিষয়টি তাকে জানায়। বিষয়টি জানতে পেরে সে তাদেরকে ছবি মুছে দেয়ার অনুরোধ করলে তারা মুছে ফেলবে বলে ওই সময় এড়িয়ে যায়।
পরবর্তিতে ছবির কথা বলে ওই ছাত্রীকে ব্ল্যাকমেইল শুরু করে তারা। আসিফ তার কাছে পাঁচ লাখ টাকা দাবি করে। এর প্রেক্ষিতে সে বিভিন্ন সময় তাকে পাঁচ হাজার টাকা দেয়। কিন্তু আসিফ গত ৩১ জানুয়ারি ওই ছবি ইন্টারনেটে ছড়িয়ে দিলে ওই ছাত্রী তার বাবা-মাকে বিষয়টি জানায়।
ছাত্রীর বাবা এর সুরহা করার জন্য আসিফের সঙ্গে যোগাযোগ করলে আসিফ উল্টো টাকার জন্য চাপ বাড়িয়ে দেয়। এমনকি তার বন্ধুদের মাঝে মোবাইলফোনের মাধ্যমে ওই ছবি ছড়িয়ে দেয়।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন জানান, মঙ্গলবার রাতে বাদী হয়ে ওই ছাত্রী পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করেছে। মামলার প্রেক্ষিতে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
সানবিডি/ঢাকা/এসএস